Naya Diganta

বছরের শেষে বিয়ে করছেন ভিকি-ক্যাটরিনা

বছরের-শেষে-বিয়ে-করছেন-ভিকি-ক্যাটরিনা-ভারত
ভিকি-ক্যাটরিনা

১৮ অগস্ট গোপনে বাগদান সেরে ফেলেছেন ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশল! এমনই দাবি করেছিল সর্বভারতীয় সংবাদমাধ্যম। যদিও সে খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন ভিকি খোদ।

কিন্তু ফের সর্বভারতীয় সংবাদমাধ্যমের নতুন খবরে তোলপাড় বলিপাড়া। জানা গেছে, আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে বিয়ে করছেন দুই তারকা। বিয়ের তোড়জোড়ে ব্যস্ত ক্যাটরিনা-ভিকি। বলিপাড়ার এক সূত্রের মারফত এমনই খবর পাওয়া যাচ্ছে।

একই সূত্রে শোনা গেল, বিয়েতে বাঙালি পোশাক শিল্পী সব্যসাচী মুখার্জির পোশাকে সাজবেন ক্যাটরিনা। কোন রঙের লেহঙ্গা, কী রকম কাজ থাকবে তাতে সে সব স্থির করা হচ্ছে এখন। ক্যাটরিনা নাকি ইতোমধ্যেই সিল্কের লেহঙ্গা পরবেন বলে ঠিক করেছেন।

২০১৯ সাল থেকে ক্যাটরিনার সাথে সম্পর্কে রয়েছেন ভিকি। এই বিষয়ে এখনো যদিও তারা মুখ খোলেননি। মাঝেমধ্যেই তাদের নানা জায়গায় একসাথে দেখা যায়। এমনকি তাঁরা নতুন বছরে আলিবাগে বেড়াতে গিয়েছিলেন একসাথে। কিন্তু একসাথে ছবি দেয়ার বেলায় আপত্তি তাদের।


সূত্র : আনন্দবাজার