Naya Diganta

ইয়েমেনের প্রধান রাজনৈতিক দলের নেতাকে গুলি করে হত্যা

আল-ইসলাহের নেতা দিয়া আল হক আল আহদাল

ইয়েমেনের প্রধান ইসলামিক দল আল-ইসলাহের নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার দক্ষিণ-পশ্চিম ইয়েমেনের তাইজ শহরে এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় বিভিন্ন সূত্রে এসব তথ্য জানা গেছে বলে জানিয়েছে ইয়েনি শাফাক।

পরিচয় প্রকাশে অনিচ্চুক একটি সূত্র গণমাধ্যমকে বলেছেন, দিয়া আল হক আল আহদাল নামের ওই রাজনৈতিক নেতাকে বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। তাইজ শহরাঞ্চলে অবস্থিত বাড়ি থেকে তিনি যখন বের হচ্ছিলেন তখন মটরসাইকেলে চড়ে আসা বন্দুকধারীরা তাকে গুলি করেন।

দিয়া আল হক আল আহদাল নামের ওই রাজনৈতিক নেতার ওপর গুলিবর্ষণ ও হ্ত্যার বিষয়ে কেউ এখনো কোনো দায় নেয়নি।

আল আহদাল ছিলেন দক্ষিণ-পশ্চিম ইয়েমেনের তাইজ শহরের অন্যতম প্রধান রাজনৈতিক দলের নেতা। তিনি হাউছি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মিলিশিয়াদের সংগঠন গঠন করেছিলেন।

২০১৪ সাল থেকে ইয়েমেনে অস্থিরতা ও সহিংসতা চলছে। যখন ইয়েমেনের রাজধানী সানাসহ বেশিরভাগ এলাকা হাউছি যোদ্ধারা দখল করে নেয়, তখন থেকেই এ সঙ্কটের সূচনা হয়।

সূত্র : ইয়েনি শাফাক