Naya Diganta

মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় আহত ভ্যানচালকের মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে মোটরসাইকেলচালক মামুন (২৪) ও ভ্যানচালক খোরশেদ আলম (৫২) দু'জনেই গুরুতর আহত হন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক খোরশেদ আলম শনিবার মারা গেছেন।

ভ্যানচালক খোরশেদ আলম উপজেলার খোর্দ্দনারায়নপুর পূর্বপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে।

গত রোববার বেলা ১১টার দিকে মহাদেবপুর উপজেলার নওগাঁ-মহাদেবপুর সড়কের ধনজইলমোড় নামক স্থানে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলচালক মামুন ও ভ্যানচালক খোরশেদ আলম গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহত অবস্থায় উভয়কে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ভ্যানচালকের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক রাজশাহী মেডিক্যাল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১টার দিকে খোরশেদ আলমের মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে আল আমিন।