Naya Diganta

বিশ্বকাপের উদ্বোধনী দিনেই নামবেন মাহমুদুল্লাহ

পিঠের ইনজুরিতে ভুগছেন বাংলাদেশ দলের টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তার এই চোট গুরুতর নয় বলে জানালেও ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেননি। এ ছাড়া শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষেও অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ দু’টিতে মাঠে নামেননি তিনি। এরপরই মূলত শঙ্কা জাগে, ১৭ অক্টোবর শুরু হওয়া বিশ্বকাপ মিশনের উদ্বোধনী দিনে মাহমুুদুল্লাহকে পাওয়া যাবে তো ! তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘ইনজুরিটা ক্রমেই ভালোর দিকে যাচ্ছে। পিঠে একটু ব্যথা থাকায় প্রস্তুতি ম্যাচগুলোতে খেলিনি। কয়েক মাস আগেও চোটে পড়েছিলাম। টিম ম্যানেজমেন্ট এবার কোনো ঝুঁকি নিতে চায়নি। তবে আমি আশাবাদী, প্রথম ম্যাচ (স্কটল্যান্ড) থেকেই খেলতে পারব।’
বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আশার বাণীতে বলেছিলেন, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। স্পিনাররা অনেক বছর ধরেই আমাদের হাতিয়ার। কয়েক সিরিজ ধরে আমাদের বোলিং ইউনিট অনেক ভালো পারফর্ম করছে। ফাস্ট বোলাররাও এসব সিরিজে ভালো করেছে। এখানে কন্ডিশন যেমনই থাকুক না কেন, আমাদের মানিয়ে নিতে হবে।’