Naya Diganta

তাড়াশে বজ্রপাতে নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু

তাড়াশে বজ্রপাতে নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে ইমরান হোসেন (১৫) নামের নবম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাটরা গ্রামের রবিউল করিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ইউনিয়নে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) নারী সদস্য মোছা: হাসিনা খাতুন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নে ভাটরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে ওই সময় আকাশে প্রচণ্ড বজ্রপাতের সৃষ্টি হয়। এ সময় ইমরান হোসেন গোসল করা জন্য বাড়ি পার্শ্বে পুকুরে নামলে বজ্রপাতের কবলে পড়ে পকুরের ভেতর তার মৃত্যু হয়।

এ বিষয়ে তাড়াশ থানা (ওসি) ফজলে আশিক জানান, আপনাদের মাধ্যমে বিষটি জানতে পারলাম। খোঁজখবর নিয়ে দেখছি।