Naya Diganta

নাবলুস শহর থেকে পালিয়েছে ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীরা

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহর থেকে ফিলিস্তিনি তরুণদের ব্যাপক প্রতিরোধের মুখে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী ও ইসরাইলি সেনারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

ফিলিস্তিনের কুদস নিউজ জানিয়েছে, অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা রোববার রাতে নাবলুস শহরে হজরত ইউসুফ আ:-এর মাজার পরিদর্শনে গেলে ফিলিস্তিনি মুসলমানদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। এ সময় ইসরাইলি সেনারা ইহুদি বসতি স্থাপনকারীদের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বারোটি বাসে করে প্রায় ৫০০ ইহুদি বসতি স্থাপনকারী নাবলুস শহরে প্রবেশ করে।

সংঘর্ষ শুরু হলে ইসরাইলি সেনারা ফিলিস্তিনি তরুণদের ওপর টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এসময় বহু ফিলিস্তিনি তরুণ একটি ভবনে জড়ো হলে সেখানে অভিযান চালায় ইসরাইলি সেনারা তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, ইসরাইলি সেনা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা নাবলুস শহরে প্রবেশের চেষ্টা করলে রাস্তায় টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করা হয়। এসময় ফিলিস্তিনিরা ইসরাইলি সেনাদের ওপর গুলিও চালায়।

সূত্র : পার্সটুডে