Naya Diganta

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে যমজ ভাইবোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পানিতে ডুবে জাকিয়া বেগম ও জাকির হোসেন নামে যমজ দুই ভাইবোনের মৃত্যুর হয়েছে। রোববার সকালে উপজেলার কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামে এ দুঘটনা হয়।

নিহতরা যমজ ভাইবোন ছিল। তাদের বয়স আড়াই বছর। তারা নাসিরনগর উপজেলা কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে-মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে দুই শিশু বাড়ির আঙিনায় খেলা করছিল। কিছুক্ষণ পর তারা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাদের লাশ পানিতে ভেসে ওঠে।

স্থানীয়দের সহায়তায় লাশ দু’টি উদ্ধার করা হয়। মসলেন্দপুর গ্রামের ইউপি সদস্য মো: রাজ্জাক মিয়া পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।