Naya Diganta

দেশের বাজার ভিভোর নতুন স্মার্টফোন

স্মার্টফোন ব্র্যান্ড ভিভো সম্প্রতি বাংলাদেশে এনেছে তাদের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই২১। ভিভো ওয়াই২১ এর পেছনে ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এই মেইন ক্যামেরার মাধ্যমে বোকেহ ছবির অভিজ্ঞতা নেয়া যাবে দারুণভাবে। ছবিতে সৃজনশীলতা তুলে ধরা যাবে। আর ম্যাক্রো ক্যামেরাটি দিয়ে ৪ সেন্টিমিটার পর্যন্ত স্পষ্টভাবে ফোকাস করা যাবে। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটিতে নেচারাল ফেস বিউটি অ্যালগরিদম ফিচার রয়েছে। পোর্ট্রেইট মোডে গিয়ে ফেস বিউটি অ্যালগরিদমটি ব্যবহার করা যাবে। ভিভো ওয়াই২১-এ মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসরের সাথে রয়েছে দ্বিতীয় প্রজন্মের ৪ জিবি+১ জিবি এক্সটেন্ডেড র্যাম প্রযুক্তি এবং রয়েছে ৬৪ জিবির রম। ভিভো ওয়াই২১-এ রয়েছে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। গত ২১ সেপ্টেম্বর থেকে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ভিভোর যেকোনো অথরাইজড আউটলেটে এবং জিএন্ডজি, পিকাবু.কম, অথবা.কম এবং রবিশপ ই-কমার্স প্লাটফর্মে। স্মার্টফোনটির ডিসপ্লে ৬.৫১ ইঞ্চির; ডিজাইনও বেশ আকর্ষণীয় ও স্লিম। ভিভো ওয়াই২১ স্মার্টফোনটির মূল্য ১৪ হাজার ৯৯০ টাকা।