Naya Diganta

ইভার নতুন স্বামী কে?

ইভার নতুন স্বামী কে?

ড. মাহফুজুর রহমানকে ছেড়ে নতুন সংসার পেতেছেন কণ্ঠশিল্পী ইভা রহমান। তিনি নিজেই গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। দ্বিতীয় সংসারে গিয়ে প্রথমেই পূর্বের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এ শিল্পী।

এতোদিন সাবেক স্বামী এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের নামের পদবি যোগ করে ইভা থেকে ইভা রহমান হয়েছিলেন। তবে এ নামে আর নিজেকে পরিচিত করতে চান না তিনি।

ইভা বলেন, ‘আমার স্বামীর নাম সোহেল আরমান। আমাকে ইভা আরমান বলবেন।’ ইভা জানান, গত ৪ জুন মাহফুজুর রহমানের সাথে তার বিচ্ছেদ হয়। এরপর ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ডিভোর্স সার্টিফিকেট হাতে পান।

এরপর গত ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইভার স্বামীর নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে। পেশায় ব্যবসায়ী। এর আগে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে বিয়ে করেন ইভা। বিয়ের পর গায়িকা হিসেবেও আলোচনায় আসেন তিনি।

বেশ সুখী দম্পতি হিসেবেই দেখা হতো মাহফুজুর রহমান ও ইভা রহমানকে। তবে সেই সংসার ভেঙে গেছে অনেক আগে। আবারো নতুন করে সংসার শুরু করেছেন ইভা।