Naya Diganta

ধর্মীয় ও জাতীয় মূল্যবোধ প্রচারে কাজাখস্তানে ইসলামী টিভি চ্যানেল

ধর্মীয় ও জাতীয় মূল্যবোধ প্রচারে কাজাখস্তানে ইসলামী টিভি চ্যানেল

বিশ্বের বৃহত্তম স্থলবেষ্টিত রাষ্ট্র কাজাখস্তানে ‘মুনারা টিভি’ নামে বিশেষ একটি ইসলামী টেলিভিশন চ্যানেল চালু হয়েছে। দেশটির মুসলিমবিষয়ক ধর্ম বিভাগের উদ্যোগে চ্যানেলটি ইতিমধ্যেই দেশব্যাপী ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানমালার সম্প্রচার শুরু করেছে।

ধর্মীয় সচেতনতা বৃদ্ধি, দেশত্ববোধ জাগ্রত করা, উন্নত চরিত্র গঠন, পরিচ্ছন্ন বিশ্বাস এবং কাজাখ ও ইসলামী সংস্কৃতির প্রচারই চ্যানেলটির অন্যতম লক্ষ্য বলে দেশটির মুসলিমবিষয়ক ধর্ম বিভাগ জানিয়েছে। তথ্য-প্রযুক্তির উন্নয়ন; লক্ষ্য-২০২০-২০২৫-এর আওতায় কর্তৃপক্ষ এটি প্রতিষ্ঠা করেছে।

এর আগে অবশ্য কভিড সংক্রমণের পরপর-ই কাজাখস্তানের গ্র্যান্ড মুফতি শায়খ নুরিজাবা হাজি তাজুনোলি ‘কানাতুশ শাআব’ নামে একটি টিভি চ্যানেল চালু করেন। লকডাউনের আবদ্ধ সময়ে যাতে মুসলমানদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ইসলামের বিধান ও রীতি-নীতি শেখানো যায়- সে লক্ষ্যে তিনি এটি চালু করেছিলেন।

সূত্র : এরাবিক রেডিও