Naya Diganta

আসলে নাচেনি তালেবান

তালেবানের কথিত নাচ

আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণ নেয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তালেবান যোদ্ধাদের কথিত এক নাচের ভিডিও ছড়িয়ে পড়ে। ওই নাচের ভিডিও ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এই ভিডিও কয়েক লাখ বার দেখা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, পশতুন ঐতিহ্যবাহী পোশাক পরা একদল লোক বন্দুক হাতে দলবদ্ধভাবে নাচছে।

ভিডিওর ক্যাপশনে বলা হয়, কাবুল জয়ের পর তালেবান যোদ্ধারা বিজয়ের আনন্দে নাচছে।

তবে ভিডিওর প্রকৃত ঘটনা ভিন্ন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মূল ভিডিওটি প্রথম এই বছরের ২৫ মার্চ ইউটিউবে ছাড়া হয়। ভিডিওটির ক্যাপশন ছিলো 'ডিজে বান্নু ড্যান্স'।

ভিডিওর ডিসক্রিপশনে বলা হয়, #ডিজেবান্নু #ড্যান্স #ফ্যানি #মিউজিক #কালচার #পাকিস্তান।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি জেলা বান্নু।

পরে মার্চ ও এপ্রিলে আরো কয়েক বার ইউটিউবে পোস্ট করা হয়।

সূত্র : জিও নিউজ