Naya Diganta

সালথায় দোকান ভাড়া নিয়ে বিবাদে লাথিতে বৃদ্ধের মত্যু

ফরিদপুরের সালথায় সত্তরোর্ধ্ব এক বৃদ্ধকে লাথি মেরে হত্যা করার খবর পাওয়া গেছে। গত রোববার রাতে সালথার যদুনন্দি বাজারে এ ঘটনা ঘটে। এ সময় ওই বৃদ্ধের ছেলেও আহত হয়। নিহতের নাম গোলাম মওলা (৭০)।
নিহতের ছেলে কবির মোল্যা জানান, যদুনন্দী বাজারে তিনি মোশাররফ মোল্যার দোকান ঘর ভাড়া নিয়ে মুদির দোকান করেন। গত রোববার তার ভাড়াটিয়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। চুক্তিমাফিক দোকান ছেড়ে না দেয়ায় মোশাররফ মোল্যা লোকজন পাঠিয়ে তার বৃদ্ধ বাবাকে হত্যা করে। তিনি জানান, পান্নু, জুয়েল, মাসুদের নেতৃত্বে প্রায় ৫০ জনেরও বেশি লোকের একটি দল রাত ৮টায় তার দোকানে এসে দোকান খালি করতে বলে। এ সময় তিনি ঘর খালি করতে না চাইলে প্রথমে তারা তার ভাই জসীমের ওপর হামলা করে। এ সময় জসীম পালিয়ে গেলে ঘটনাস্থলে উপস্থিত তার বৃদ্ধ বাবা গোলাম মওলাকে লাথি মারে পান্নু। হাসপাতালে নেয়ার পর রোগী মারা যায়।
সালথা থানার ওসি মোহাম্মদ আসিকুজ্জামান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।