Naya Diganta

খুলনা বিভাগে করোনায় ৩৪ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৭৯৩ জন।

এর আগে বৃহস্পতিবার বিভাগে ৪১ জনের মৃত্যু এবং এক হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, বিভাগের মধ্যে সর্বোচ্চ আটজন করে মারা যায় খুলনা ও কুষ্টিয়া জেলায়।

এছাড়া যশোরে সাতজন, ঝিনাইদহে পাঁচজন, চুয়াডাঙ্গায় দু’জন এবং বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬৬ জনের, বাগেরহাটে ৪১ জন, সাতক্ষীরায় ৪৯ জন, যশোরে নতুন ১৪২ জন, নড়াইলে ২০ জন, মাগুরায় ৫৫ জন, ঝিনাইদহে ৭৫ জন, কুষ্টিয়ায় ১৪৭ জন, চুয়াডাঙ্গায় ৪৩ জন এবং মেহেরপুরে নতুন শনাক্ত হয়েছেন ৫৫ জন।