Naya Diganta

বিশ্বচ্যাম্পিয়নকে ছিটকে দিলো করোনা

করোনা সংক্রমণ বেড়েই চলেছে টোকিওতে। তার রেশ পড়ছে টোকিও অলিম্পিকেও। গতকাল পর্যন্ত সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৮ জন্য খেলোয়াড় ও সদস্য। শুরুর দিকে একজনকে নিতে হয়েছে হাসপাতালেও। এবার এ তালিকায় নতুন করে যোগ হয়েছেন আরো চারজন। এরই একজন পোল ভল্টের দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন স্যাম কেনড্রিকস। করোনা চলতি অলিম্পিক গেমস থেকেই ছিটকে দিয়েছে তাকে।