Naya Diganta
জা না-অজানা

করবী

জা না-অজানা

ছোট্ট বন্ধুরা,
তোমরা করবী চেনো কি? এটি কী? খুব সুন্দর একটি ফুল। গুল্ম শ্রেণীর ছোট ছোট গুচ্ছবদ্ধ ফুল।
করবী দারুণ আকর্ষণীয়। তাই অনেক নারী এটি খোঁপায় বাঁধতে পছন্দ করেন। এতে তাদের সৌন্দর্য বৃদ্ধি পায়।
এ ফুল কোন ঋতুতে ফোটে? বসন্ত ঋতুতে। বসন্ত ঋতুকে বসন্ত কালও বলে। বিচিত্র রঙের বিভিন্ন প্রকারের করবী ফুল দেখা যায়।
এবার করবীর ছবি দেখো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।