Naya Diganta

সারাদেশে ডেঙ্গুর ৫৩৬ রোগী শনাক্ত

এডিস মশা
সারাদেশে ডেঙ্গুর ৫৩৬ রোগী শনাক্ত

চলতি বছরের জানুয়ারি থেকে ৬ জুলাই পর্যন্ত সারাদেশে ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে এ বছর ডেঙ্গুতে কোরো মৃত্যু হয়নি।

বুধবার অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ কথা জানানো হয়। বুলেটিনে বক্তব্য দেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা: নাজমুল ইসলাম। তিনি বলেন, বৃষ্টিতে পানি জমে থাকছে। এ কারণে ডেঙ্গুর বাহক এডিস মশা কিছুটা বাড়ছে।

অধ্যাপক ডা: নাজমুল ইসলাম বলেন, করোনাভাইরাসের প্রতি বেশি নজর দেয়া হচ্ছে। কিন্তু ডেঙ্গুকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তিনি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

বুলেটিনে আরো বলা হয়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে কবে আসবে এ ব্যাপারে অধিদফতর নিশ্চিত নয়। তবে যখনই আসুক, যারা আগে এই টিকার প্রথম ডোজ নিয়েছেন, দ্বিতীয় ডোজ পাননি, তাদের অগ্রাধিকার দেয়া হবে।