Naya Diganta

এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান

প্রিয় ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘অষ্টম অধ্যায় : আলোর প্রতিফলন’ থেকে আরো ২টি এবং ‘অধ্যায় এগারো : চল তড়িৎ’ থেকে ৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
অষ্টম অধ্যায় : আলোর প্রতিফলন
নিচের চিত্রের আলোকে ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও।
৩৪। চ- বিন্দুর অবস্থান কোথায়?
ক) মেরু
খ) প্রধান ফোকাস
গ) বক্রতার কেন্দ্রে
ঘ) গৌণ অক্ষে
৩৫। চ-এর প্রতিবিম্ব হবেÑ
র) অসীমে রর) ঈ ও ঋ এর মাঝে
ররর) অত্যন্ত বিবর্ধিত
নিচের কোনটি সঠিক?
ক) র, রর খ) র, ররর
গ) রর, ররর ঘ) র, রর, ররর
উত্তর : ৩৪.খ, ৩৫.খ।
অধ্যায় এগারো : চল তড়িৎ
১। যে সব পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎপ্রবাহ চলতে পারে তাদেরকে কী বলে?
ক) অপরিবাহী খ) কুপরিবাহী
গ) অর্ধপরিবাহী ঘ) পরিবাহী
২। ২ড, ৩ড ও ৪ড মানের তিনটি রোধ শ্রেণী সমবায়ের সংযুক্ত থাকলে তুল্যরোধের মান হবেÑ
ক) ৮ড খ) ৭ড গ) ৯ড ঘ) ২০ড
৩। নি¤œ বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতে কী প্রবাহিত হয়Ñ
ক) ইলেকট্রন খ) প্রোটন
গ) নিউট্রন ঘ) সবগুলো
৪। দু’টি বস্তুর মধ্যে পার্থক্য শূন্য হলে কী ঘটবে?
ক) ইলেকট্রন প্রবাহ বৃদ্ধি পাবে
খ) ইলেকট্রন প্রবাহ হ্রাস পাবে
গ) ইলেকট্রন প্রবাহ বন্ধ হয়ে যাবে
ঘ) প্রোটন প্রবাহ হ্রাস পাবে
উত্তর : ১.ঘ, ২.গ, ৩.ক, ৪.গ।