Naya Diganta

পড়তে যাবো

ধুলোয় ভরা চেয়ার টেবিল
ঘাস ভরা আজ মাঠে
ইশকুলে কেউ যায় না এখন
যায় না কেহ পাঠে।

ঘরে বসে যাচ্ছে সময়
টিভি দেখে দেখে,
পাবজি খেলায় সময় কাটে
বইগুলো সব রেখে।

করোনা ভয় সবার মনে
বন্ধ পড়া-লেখা,
এইভাবে আর কত বছর
হবে না আর দেখা?
ইশকুল কলেজ খুলবে কবে?
দরজায় আছে তালা
পড়তে যাবো ইশকুলে আজ
বুকের ভেতর জ্বালা।

মূর্খ হয়ে যাচ্ছে শিশু
কাটছে সময় একা,
খুলবে ইশকুল এবং কলেজ
কবে হবে দেখা?