Naya Diganta

ভালুকায় রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

ভালুকায় রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় সেজদারত অবস্থায় মারা যাওয়া চাচীর লাশ দেখে বাড়ি ফেরার পথে রিকশার চাকার সাথে ওড়না পেঁচিয়ে রুবাইয়াত আফরোজ সেজুতি (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভালুকা-সাতেঙ্গা সড়কের সাতেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা হয়।

নিহত সেজুতি ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েরর ১০ম শ্রেণীর ছাত্রী ও উপজেলার সাতেঙ্গা গ্রামের রুহুল আমীন মাস্টারের একমাত্র মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবাইয়াত আফরোজ সেজুতির চাচা বাদল মিয়ার স্ত্রী নাসিমা আক্তার (৪৫) বুধবার এশার নামাজ পড়ার সময় সেজদারত অবস্থায় মারা যান। বৃহস্পতিবার সকালে সেজুতি চাচীর লাশ দেখতে যান তাদের বাড়িতে। দাফন শেষে দুপুরে মায়ের সাথে ব্যাটারিচালিত অটোরিকশায় ভালুকা ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থইে সেজুতি মারা যায়।