Naya Diganta

কি হবে সাকিব মোস্তাফিজের

ভারতে আইপিএল বন্ধ হওয়ায় বাংলাদেশে ফেরার অনিশ্চয়তায় রয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তবে গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে আইপিএলে খেলা বিদেশী খেলোয়াড়দের তারা নিজ দায়িত্বে যার যার দেশে ফেরার ব্যবস্থা করবে।
সাকিব মোস্তাফিজ ইস্যুতে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে মনে করি, সবকিছু সরকারি নির্দেশনা মতো হওয়া উচিত। যেহেতু আইপিএলের জৈব সুরক্ষাবলয় নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে করোনা ছড়িয়েছে। ওখান থেকে আসা কাউকে সরাসরি দলের সাথে নিয়ে অন্য ক্রিকেটারদের ঝুঁকিতে ফেলতে পারি না। সাকিব, মোস্তাফিজের ক্ষেত্রে সরকার যেভাবে সিদ্ধান্ত নেয়, সেভাবেই হবে। সিরিজের আগে হাতে এখন সময়ও আছে।
তবে ১৪ দিনের কোয়ারেন্টিন শুরুর ৪-৫ দিন পর করোনা পরীক্ষায় নেগেটিভ হলে এবং কোনো উপসর্গ না থাকলে অনেক সময় কোয়ারেন্টিন থেকে ছেড়ে দেয়া হয়। সাকিব, মোস্তাফিজের ক্ষেত্রে নিয়ম একটু শিথিল হবে, এমনটাই আশা করছে বিসিবি। সে ক্ষেত্রে দুই-এক দিনের মধ্যে ফিরতে পারলে শ্রীলঙ্কা সিরিজের আগেই কোয়ারেন্টিন শেষ হয়ে যাবে তাদের। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে হওয়ার কথা ২২ মে।
ভারতের সাথে বর্তমানে সব ধরনের যোগাযোগই বন্ধ বাংলাদেশের। নিজাম উদ্দিন চৌধুরী জানান, আইপিএল স্থগিত হওয়ায় বিসিসিআইর ব্যবস্থাপনাতেই বিদেশী ক্রিকেটারদের দেশে ফেরত পাঠানোর কথা। সে ক্ষেত্রে সাকিব, মোস্তাফিজ দেশে ফিরতে পারেন বিসিসিআইর ভাড়া করা বিমানে। এ ক্ষেত্রে কোনো সহযোগিতা লাগলে সেটা আমরা করব।