Naya Diganta
৭ মার্চের কর্মসূচি

নোয়াখালীতে আ’লীগের বিবদমান গ্রুপগুলোর পাল্টাপাল্টি সমাবেশের ডাক

৭ মার্চের কর্মসূচি

নোয়াখালীতে ৭ মার্চকে কেন্দ্র করে বিবদমান আওয়ামী লীগের নেতারা পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছেন। এতে পুরো জেলায় আওয়ামী শিবিরে উত্তেজনা বিরাজ করছে। সকাল ১০টায় জেলা শহর মাইজদীর বালুর মাঠে সমাবেশের ডাক দিয়েছেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ উল্যাহ খান সোহেল। অপর দিকে বেলা ৩টায় সোনাপুর কলেজ মাঠে সমাবেশের ডাক দিয়েছেন শহীদ উল্যাহ খানের প্রতিপক্ষ সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থক শহর আওয়াম লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু। বিকেলে ফেসবুক লাইভে এসে একরামুল করিম চৌধুরী সোনাপুর কলেজ মাঠের সমাবেশে নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। শহীদ উল্যাহ খানের সমর্থকরাও সমাবেশে ব্যাপক উপস্থিতির জন্য প্রচারণা চালিয়েছে।