Naya Diganta

রায়হানপুরে ভোট কেন্দ্র পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

রায়হানপুরে ভোট কেন্দ্র পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শনিবার বিকেলে ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নারী পুরুষসহ চার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় সমাজ সেবক ইদ্রিস চৌধুরীর নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে তিনি বলেন, ‘বিগত দিনে দুই নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল। কিন্তু একটি মহল ভোট কেন্দ্রটি কেটে এক নম্বর ওয়ার্ডে নিয়ে যায়। ফলে এলাকার বৃদ্ধ মা-বোনদের ভোটের সময়য় পাঁচ থেকে সাত মাইল হেঁটে ভোট দিতে যেতে হয়। তাই আমাদের দাবি, ভোট কেন্দ্রটি মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়েই স্থাপন করা হোক।’