Naya Diganta

চসিক নির্বাচন : জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আ’লীগ মেয়র প্রার্থী রেজাউল করিম

চসিক নির্বাচন : জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আ’লীগ মেয়র প্রার্থী রেজাউল করিম

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে (চসিক) আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ভোটে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন। বুধবার সকালে বহদ্দারহাটস্থ এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেয়ার পর এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন। দিনভর সুষ্ঠুভাবে ভোট হবে। তবে জয়ের প্রত্যাশা করলেও নির্বাচনের ফল যাই হোক তা মেনে নেবেন বলে জানিয়েছেন তিনি।

এ সময় বিএনপির এজেন্টদের গ্রেফতার ও হয়রানির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি অভিযোগের পার্টি। সাংগঠনিক দুর্বলতার কারণে এজেন্ট দিতে পারেনি। এজেন্ট দেয়ার লোক না থাকলে কেন্দ্রে এজেন্ট থাকবে কোথা থেকে।’

তার সাথে কেন্দ্রে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ অন্য নেতারা।