
ছাগলনাইয়ায় দুস্থদের সেবা দেবে আলহাজ গণী আহমেদ স্বাস্থ্য কমপ্লেক্স
- ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।’ কালজয়ী এ মানবিক চেতনাকে ধারণ করে ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ঘোপালে নিজের অর্থায়নে ‘আলহাজ গনী আহমেদ স্বাস্থ্য কমপ্লেক্স’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠান কয়েক মাসের মধ্যেই চালু হচ্ছে। ঘোপাল ও শুভপুর ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ বিনামূল্যে ওষুধ ও বিশেজ্ঞ ডাক্তারের চিকিৎসা পাবেন বলে জানিয়েছেন হাসপাতালের স্বপ্নদ্রষ্ট্রা দ্বীন গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ গনী আহমেদ।
ঘোপালের কৃতী সন্তান আলহাজ গনী আহমেদের এ উদ্যোগে আশায় বুক বেঁধেছেন উপজেলার দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষ। স্কুল, মাদরাসা, মসজিদ, মক্তবে তার অব্যাহত সহায়তা প্রত্যন্ত গ্রামীণ জনপদে আলোকিত মানুষ তৈরিতে অনবদ্য ভূমিকা রাখছে। গ্রামে তার আলিশান বাড়িতেই মায়ের নামে ‘আশ্রাফুল নেছা মহিলা মাদরাসা’ গড়ে তুলেছেন। সেখানে নুরানী থেকে দাওয়া হাদিস পর্যন্ত ১৮ জন শিক্ষক দিয়ে ২৫০ জন ছাত্রীকে বিনামূল্যে লেখাপড়া থেকে থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন তিনি। বাড়ির সামনে মোগল শিল্পকলার অনুকরণে সুবিশাল মিনারসংবলিত নয়নাভিরাম মসজিদ স্থাপন করেছেন। এ ছাড়া জয়পুর সরোজনী উচ্চ বিদ্যালয়, করৈয়া উচ্চ বিদ্যালয়, আশ্রাফুল উলুম নুরানী, হাফেজিয়া কওমি মাদরাসা প্রতিষ্ঠা এবং ফেনী জেলার অসংখ্য মসজিদ-মাদরাসা তার অনুদানে উপকৃত হচ্ছে।
নয়া দিগন্তকে আলহাজ গনী আহমেদ বলেন, সারাটা জীবন মানুষের সেবা করতে চাই, মানুষের ভালোবাসা নিয়েই মরতে চাই।