Naya Diganta

অটোরিকশা চালকের ছেলেই জাতীয় বীর

মোহাম্মদ শামির ইনজুরির সুবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সুযোগ হয় মোহাম্মদ সিরাজের। হায়দ্রাবাদে জন্ম নেয়া এই পেসার সে সুযোগ কাজে লাগিয়েছেন ভালোভাবেই। ব্রিসবের টেস্ট ভারত রান তাড়া করে জিতলেও এই সাফল্যে কম অবদান নয় সিরাজের। বল হাতে ৫ উইকেট নিয়ে নিজ দলের জয়ের টার্গেটকে সীমার মধ্যেই রাখেন তিনি। ফলে সিরাজও এখন জাতীয় বীর। তার ঝুলিতে এখন ১৩টি টেস্ট উইকেট। অথচ গরিব পরিবার থেকে উঠে আসা সিরাজের। তার বাবা একজন অটোরিকশা চালক। অস্ট্রেরিয়া সফরের সময়ই তার বাবা মারা যান। সিরাজের শৈশব কেটেছে রাস্তায় রাস্তায়। ২০১৫ সালে রনজি ট্রফিতে হায়দ্রাবাদের হয়ে ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক তার। ২০১৫-১৬ সালে তার রনজি ট্রফিতে তার শিকার ৪১ উইকেট। ২০১৭ সালে তার অভিষেক ভারতীয় টি-২০ দলে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে চান্স পেলেও খেলা হয়নি। ২০১৯ এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলে ডাক পান। গত বছর ২৬ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক সিরাজের।