Naya Diganta

হাদিসের কথা

জুলুমের প্রকার ভেদ
আবুল ওয়ালিদ এবং বিশ্র রহ:... আবদুল্লাহ ইবনে মাসউদ রা: থেকে বর্ণনা করেনÑ ‘যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুুলুম দ্বারা কলুষিত করেনি, (৬ : ৮২) এ আয়াত নাজিল হলে রাসূলুল্লাহ সা: -এর সাহাবিরা বললেন, ‘আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করেনি?’ তখন আল্লাহ তায়ালা এ আয়াত নাজিল করেনÑ ‘নিশ্চয়ই শিরক চরম জুুলুম’ (৩১ : ১৩)।
Ñসহিহ বুখারি