Naya Diganta

পৌর নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ : দাগনভূঞায় ২ নেতাকে আ’লীগ থেকে বহিষ্কার

জাকির হোসেন ও জিয়াউল হক জিয়াকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ

ফেনীর দাগনভূঞা পৌরসভার ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে দুইজনকে স্থায়ীভাবে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- দাগনভূঞা পৌর আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন, ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া।

মঙ্গলবার বিকেলে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মামুন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মামুন উল্লেখ করেন, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশে ও দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলা ভঙের কারণে তাদের স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত জাকির হোসেন দাগনভূঞা পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি ও জিয়াউল হক জিয়া ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, জাকির হোসেন ও জিয়াউল হক জিয়া দাগনভূঞা পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাউন্সিলর প্রার্থী হয়েছিলেন।