Naya Diganta

ছাতক নৌপথে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৫

ছাতক নৌপথে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৫

সুনামগঞ্জের ছাতকে নৌবন্দর এলাকায় সুরমা নদীতে ছাতক থানা পুলিশের অভিযানে চাঁদাবাজির অভিযোগে পাঁচজন গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে সুরমা ও পিয়াইন নদীর মোহনা থেকে নদীতে বলগেট পাথর ও বালু ভর্তি নৌযান থেকে চাঁদা তোলার সময় তাদের গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই মহিন উদ্দিনের নেতৃত্বে একটি ফোর্স অভিযান চালিয়ে চাঁদা আদায়কালে তাদের গ্রেফতার করেন।

আটকৃতরা হলেন, উপজেলার ইসলাম ইউনিয়নের রহমতপুর গ্রামের রুহুল আমিন (৩৮), ফরিদ মিয়া (৩৫), রুবেল মিয়া (২৪), উজ্বল মিয়া (২৩) ও চপল মিয়া (২০)।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন তাদেরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাদেরকে শনিবার জেল হাজতে পাঠানো হবে।

তিনি আরো জানান, নৌপথে চাঁদাবাজি বন্ধে থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কঠোর অবস্থানে রয়েছে।