
কল্যাণপুর বস্তির আগুন নিয়ন্ত্রণে
- ৩১ অক্টোবর ২০২০, ০৫:৪১

রাজধানীর কল্যাণপুর এলাকার নতুন বাজার বস্তিতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিটের ব্যাপক প্রয়াসের ফলে আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার রাত ১০টার দিকে আগুন লাগার সংবাদ পাওয়া গেছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, কল্যাণপুর নতুন বাজার বস্তিতে রাত ১০টা ৩ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে আটটি ইউনিট পাঠানো হয়েছে। এরপর রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।