Naya Diganta

গণিত সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের ‘অধ্যায় আট : গড়’ এবং ‘অধ্যায় নয় : শতকরা’ থেকে আরো ১৫টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
অধ্যায় আট : গড়
প্রশ্ন : রহিম, করিম ও বাবুল গণিতে যথাক্রমে ৮৫, ৭৫ ও ৯৫ পেয়েছে। তারা প্রত্যেকে গড়ে কত নম্বর পেয়েছে?
উত্তর : ৮৫
প্রশ্ন : দুইজনের বয়সের গড় ২৫ বছর। তাদের মোট বয়স কত?
উত্তর : ৫০ বছর।
প্রশ্ন : কামাল তিন দিনে ২৫০ টাকা, ১৫০ টাকা, ২০০ টাকার চকলেট বিক্রি করে। সে গড়ে কত টাকার চকলেট বিক্রি করে?
উত্তর : ২০০ টাকা।
প্রশ্ন : মিনা ও বন্ধুদের বয়সের সমষ্টি ৬০ বছর। তাদের বয়সের গড় ১২ বছর। মিনাসহ তার বন্ধুদের সংখ্যা কতজন?
উত্তর : ৫ জন।
প্রশ্ন : ৪ জনের বয়সের সমষ্টি ৮০ বছর। তাদের গড় বয়স কত?
উত্তর : ২০ বছর।
প্রশ্ন : সাতটি সংখ্যার গড় ১৭২। সংখ্যাগুলোর সমষ্টি কত?
উত্তর : ১২০৪
প্রশ্ন : সাতটি সংখ্যার যোগফল ৪০১। প্রথম তিনটি সংখ্যার গড় ৫৬ এবং শেষের তিনটি সংখ্যার গড় ৫৮, চতুর্থ সংখ্যাটি কত?
উত্তর : ৫৯
প্রশ্ন : প্রথম পাঁচটি বিজোড় সংখ্যার গড় কত?
উত্তর : ৫
অধ্যায় নয় : শতকরা
প্রশ্ন : আসল কাকে বলে?
উত্তর : বিনিয়োগকৃত টাকাকে আসল বলে।
প্রশ্ন : শতকরা একটি কী?
উত্তর : ভগ্নাংশ।
প্রশ্ন : শতকরা বলতে কী বুঝ লিখ।
উত্তর : শতকরা হলো এমন একটি অনুপাত, যা ১০০
-এর ভগ্নাংশরূপে প্রকাশ করা হয়। এরূপ ভগ্নাংশকে শতকরা প্রতীক “%” দ্বারা প্রকাশ করা হয়।
প্রশ্ন : মুনাফার হার কাকে বলে?
উত্তর : ১০০ টাকার ১ বছরের মুনাফাকে মুনাফার হার বলে।
প্রশ্ন : ক্ষতি কী?
উত্তর : ক্রয়মূল্য থেকে যত কম মূল্যে বিক্রয় করা হয় তাই ক্ষতি।
প্রশ্ন : বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে কী হয়?
উত্তর : বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে ক্ষতি হয়।
প্রশ্ন : ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে কী হয়?
উত্তর : ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে লাভ হয়।