Naya Diganta

কঙ্গোয় সোনার খনিতে ধস, নিহত ৫০

কঙ্গোয় সোনার খনিতে ধস, নিহত ৫০

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর একটি সোনার খনিতে ভূমিধসে অন্তত ৫০ জন নিহত হয়েছে। গতকাল (শুক্রবার) বিকেল তিনটার দিকে দেশটির পূর্বাঞ্চলীয় কামিতুগা এলাকার একটি সোনার খনিতে এই ধসের ঘটনা ঘটে। বলা হচ্ছে প্রবল বর্ষণের কারণে ওই খনিতে ভূমিধস নামে।

স্থানীয় একটি এনজিও প্রতিনিধি এমিরান ইতোঙ্গাওয়া জানান, ওই খনির ভেতরে যেসব শ্রমিক ছিল তাদের কেউই বের হয়ে আসতে পারেনি।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়- পাহাড়ের পাশে অবস্থিত ওই খনির কাছে শত শত মানুষ ভিড় জমিয়েছে।

কঙ্গোতে এ ধরনের খনি দুর্ঘটনা অনেকটা সাধারণ ব্যাপার। প্রতি বছর বহু সংখ্যক মানুষ খনিতে চাপা পড়ে মারা যায়। গত বছরের অক্টোবর মাসে একটি পরিত্যক্ত সোনার খনিতে ভূমিধসে ১৬ জন নিহত হয়েছিল। এছাড়া, একই বছরের জুন মাসে একটি কপার ও কোবাল্টের খনিতে ভূমিধসে ৪৩ জন মারা যায়।

সূত্র : পার্সটুডে