
তিনি বঙ্গবন্ধু
- ১৪ আগস্ট ২০২০, ০০:০০

তুমি আমার এপার ওপার
কাঁটাতারের ব্যথা
তোমার কাছে সুখ রেখেছি
এপারে সব কথা।
তুমি আমার একুশ তারিখ
লম্বা সরু আলো
প্রথম যখন দেখেছিলাম
বেসেছিলাম ভালো।
তোমার মুখে যতেœ আঁকা
‘দাবায়ে না রাখা’
তুমি ছাড়া হে বাঙালি
অনেকখানি ফাঁকা।
ওপারে যে ধানের ক্ষেতে
আঁকা তোমার মুখ
এপারে সেই নদীর ঢেউয়ে
দু’বাংলার সুখ।
তুমি আমার প্রতিবেশী
কলজেটা একখান
তোমার ভেতর যায় না পড়া
হিন্দু মুসলমান।