Naya Diganta

নোয়াখালীতে নতুন করে করোনায় আক্রান্ত ৭৩

নোয়াখালীতে নতুন করে করোনায় আক্রান্ত ৭৩

নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে ৭৩ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩৫ জন। এ নিয়ে নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা তিন হাজার ৩৪৬ জন, মৃত্যু ৬৬ জন ও সুস্থ হয়েছেন দুই হাজার ৪২৪ জন।

নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে নোয়াখালী সদর উপজেলায় ১৭ জন, সূবর্ণচর চার, বেগমগঞ্জ ১৯, সোনাইমুড়ী চার, সেনবাগে আট, কোম্পানীগঞ্জে ১৫ ও কবিরহাটে ছয়জন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মাসুম ইফতেখার।

তিনি আরো বলেন, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ১৬ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৫৬ জন।