Naya Diganta

বগুড়ায় ‘ভাগাড়’ থেকে নবজাতকের লাশ উদ্ধার

বগুড়ায় ভাগাড় থেকে নবজাতকের লাশ উদ্ধার

বগুড়ায় ভাগাড় থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা দেড়টার দিকে শহরের সেউজগাড়ি পানির ট্যাংকি সংলগ্ন পৌরসভার ময়লার ভাগাড়ে কাগজের কার্টুন থেকে উদ্ধার করা হয়।

ওই এলাকার মুদি দোকানদার মনির হোসেন জানান, যোহরের আযানের সময় মোটর সাইকেলে ২ জন আরোহী দড়ি দিয়ে বাঁধা কাগজের কার্টুন ময়লার ভাগাড়ে ফেলে দ্রুত গতিতে চলে যায়। এসময় এক ছিন্নমুল শিশু কার্টুনটি খুলে দেখে মৃত নবজাতক কাপড়ে মোড়ানো।

বগুড়া শহরের স্টেডিয়াম ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম জানান, ৯৯৯ কল করে এক ব্যক্তি জানালে একদিন বয়সী নবজাতকের লাশ উদ্ধার করা হয়। কে বা কারা নবজাতকটিকে ফেলে গেছে তা জানা যায়নি। এ ঘটনার সাথে জড়িতদের প্রতি ধ্ক্কিার জানিয়েছেন সর্বস্তরের মানুষ। তারা এ ধরনের কাজের জন্য নিন্দাও জানান।

বগুড়া সদর থানার ওসি হুমায়ন কবির জানান, এঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। শহরের নামাজগড় আন্জুমান মফিদুল ইসলাম কবরস্থানে শিশটিকে দাফন করা হয়েছে।