Naya Diganta
সংসদ সচিবালয়ের প্রস্তুতি

বাজেট অনুমোদনে মন্ত্রিসভার বৈঠকে ১১ মন্ত্রীকে ডাকা হচ্ছে

সংসদ সচিবালয়ের প্রস্তুতি
বাজেট অনুমোদনে মন্ত্রীসভার বৈঠকে ১১ মন্ত্রীকে ডাকা হচ্ছে

আগামী বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদনের জন্য সংসদ সচিবালয়ে অনুষ্ঠিতব্য মন্ত্রীসভার বৈঠকে ১১ জন মন্ত্রীকে ডাকা হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ জন সচিব ও সিনিয় সচিব উপস্থিত থাকবেন। মন্ত্রী সভার বৈঠকের প্রস্তুতির লক্ষ্যে সংসদ সচিবালয়ের এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে।

সংসদ সচিবালয়ের উপসচিব মনিরা বেগম স্বাক্ষরিত এক চিঠি থেকে এসব তথ্য পাওয়া যায়। করোনা মহামারির কারণে সংক্ষিপ্ত পরিসরে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বাজেটও পেশ হবে সীমিত পরিসরে। আগামী ১১ জুন সংসদে ২০২০-২০২১ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করার কথা রয়েছে। ওইদিন মন্ত্রীসভার বৈঠকে বাজেটটি অনুমোদন করা হবে। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ মোট সদস্য ৪৫জন।

জানা গেছে বৈঠকের প্রস্তুতির জন্য সংসদের সংশ্লিস্ট বিভাগে চিঠি দেয়া হয়েছে। চিঠি পাওয়ার পরই প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়ের বিভাগগুলো।

চিঠিটিতে বলা হয়, বৈঠকে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীসহ ১০ জন মন্ত্রী এবং একজপ্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ জন সচিব ও সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। বৈঠককালে সহায়তাা প্রদানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা-বৈঠক সংশ্লিস্ট চারজন, অর্থ বিভাগের দু-তিনজন এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ২৩ জন কর্মকর্তা উপস্থিত থাকবেন।

মন্ত্রিসভার বৈঠকটি সুষ্ঠুভাবে শেষ করার জন্য সংসদ ভবনে অবস্থিত মন্ত্রিসভাকক্ষে আসবাবপত্র, বিদ্যুৎব্যবস্থা, মাইক্রোফোন, পাওয়ার পয়েন্ট উপস্থাপন সরঞ্জাম এবং আনুষঙ্গিক ব্যবস্থা প্রস্তুত রাখার জন্য বলা হয় চিঠিতে।