Naya Diganta

দোহারে জুমার নামাজ নিয়ে সংঘর্ষ

ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর জামে মসজিদে জুমার নামাজকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মসজিদের ইমামসহ ছয় জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, শুক্রবার জুমার আজানের পর একে একে নামায পড়তে অনেকেই মসজিদে আসে। এর মধ্যে স্থানীয় মুসল্লি­ চুন্নুমিয়া মসজিদে ১০ জনের বেশি মুসল্লি হওয়ায় অন্য মুসল্লিদের চলে যেতে বলেন। এ সময় মোঃ আবুল হোসেন ও মোঃ বাবুল বলেন, ‘আপনি চলে যান আমরা নামাজ পড়বো।’

এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চুন্নুমিয়া ফোন করে তার ভাই ও ছেলেকে এনে সেখানে মারধর করে। এ ঘটনায় মসজিদের ইমামসহ ছয়জন আহত হয়েছে। এদের মধ্যে মোঃ আবুল হোসেন ও বাবুলকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনা স্থলে এসে দ্রুত ঘটনাটি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ফাঁড়ি ইনচার্জ মো. শাহ আলম জানান, এই ঘটনাটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।