Naya Diganta

ফটিকছড়িতে পানিতে ডুবে ২ শিশু নিহত

ফটিকছড়িতে পানিতে ডুবে ২ শিশু নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ধুরং নদী হতে বালি উত্তোলনের কারণে সৃষ্ট গর্তে পড়ে দুই শিশুর নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত শিশু দুজনের নাম হলো পুষ্পমনি (৭) ও মায়া মনি (৫) । তারা দুজন চাচাতো বোন।

জানা যায়, উপজেলার কাঞ্চননগরের চর পাড়ার পাখি মেম্বারের পানির পাম্প সংলগ্ন স্থানে নদীর চড়ে খেলতে যায়, উক্ত স্থানের মো: সরোয়ারের শিশু কন্যা মায়া ও তার ভাই এখলাছুর রহমানের শিশু কন্যা আয়শা খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে প্রায় পানি শূন্য নদীর একটি গর্তে পড়ে যায়। তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে থাকেন।

খুঁজতে খুঁজতে তাদেরকে বালি উত্তোলনের কারণে সৃষ্ট গর্তের মধ্য থেকে উদ্ধার করেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আর এম ও অতনু চৌধুরী তাদেরকে মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো: সায়েদুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থলে গিয়ে ব্যবস্থা নেয়া হবে।