Naya Diganta

বালিয়াকান্দিতে গাছের গুড়ির চাপায় নিহত ১

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গাছের গুড়ির চাপায় ইউসুফ আলী মিয়া (৪৮) নামে একজন নিহত হয়েছেন।

নিহত ওই ব্যক্তি বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের মহারাজপুর গ্রামের মৃত মোকছেদ আলী মিয়ার ছেলে। বুধবার বিকেল ৩টায় উপজেলার জঙ্গল ইউনিয়নের চরপোটরা গ্রামের দয়াল মণ্ডলের বাড়ি এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জঙ্গল ইউনিয়নের চরপোটরা দয়াল মণ্ডলের বাড়ির গাছ কাঠ ব্যবসায়ী সুখদেব ক্রয় করেন। ওই গাছ কাটতে যায় ইউসুফসহ অন্যারা। গাছ কেটে গাছের গুড়ি ভ্যানে উঠাতে গেলে পা পিছলে পড়ে যান ইউসুফ। এতে গাছের গুড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।

বালিয়াকান্দি থানার এসআই নুর মোহাম্মদ জানান, পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। রাতেই তার দাফন সম্পন্ন হয়েছে।