Naya Diganta

টেলেন্টপুলে বৃত্তি লাভ নয়া দিগন্ত সংবাদদাতার ছেলের

এসএম আবিদ

দৈনিক নয়া দিগন্ত ইসলামপুর (জামালপুর) সংবাদদাতার ছেলে এসএম আবিদ ২০১৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে।

আবিদ নয়া দিগন্ত সংবাদদাতা খাদেমুল হক বাবুল ও আছমা হকের ছোট ছেলে। সে জামালপুর জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় চতুর্থ হয়ে বর্তমানে ওই প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করছে।

আবিদ বড় হয়ে সেনা অফিসার হতে চায়। আবিদের জন্য সকলের দোয়া কামনা করেছেন তার মা-বাবা।