Naya Diganta

নোয়াখালীতে বাসচাপায় নিহত ১

নোয়াখালী জেলার সোনাইমুড়ী বাইপাসে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহতের নাম সাহাব উদ্দিন (৫৮) । রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন পূর্ব সোনাইমুড়ী গ্রামের চাঁন মিয়া বেপারী বাড়ির মৃত আবদুল মোতালেবের ছেলে।

জানা যায়, রাস্তা পারাপারের সময় বাসের চাপায় ঘটনাস্থলেই সাহাব উদ্দিন নিহত হয়।

সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ জানান, একটি বাসে চাপা পড়ে সাহাব উদ্দিন নিহত হয়।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।