Naya Diganta
২০২০ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৫৭

জীববিজ্ঞান অধ্যায় চৌদ্দ : জীবপ্রযুক্তি

২০২০ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৫৭

সুপ্রিয় ২০২০ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘অধ্যায় চৌদ্দ : জীবপ্রযুক্তি’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১১. ভাইরাস প্রতিরোধী জাত সৃষ্টিতে উপযোগী পদ্ধতিÑ
ক) টিস্যুকালচার খ) প্রাচীন পদ্ধতি
গ) সর্বাধুনিক পদ্ধতি ঘ) কলম তৈরি
১২. জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মূল উদ্দেশ্য কী?
ক) নতুন জীব সৃষ্টি
খ) উন্নত বৈশিষ্ট্য সৃষ্টি
গ) নতুন ও উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন জীব সৃষ্টি
ঘ) খাদ্য উৎপাদন বৃদ্ধি
১৩. উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় উপাদানÑ
র. খনিজ পুষ্টি রর. ফাইটোহরমোন
ররর. সুক্রোজ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
নিচের প্রাপ্ত তথ্য হতে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের (রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি) মাধ্যমে ইনসুলিন উৎপাদন করা হয়। ইনসুলিনের অভাবে মানবদেহে বিভিন্ন প্রকার রোগ সৃষ্টি হয়।
১৪. ইনসুলিন কী?
ক) অ্যামাইনো এসিড
খ) প্রোটিন হরমোন
গ) লিপিড ঘ) ভিটামিন
১৫. ১৯২১ সালে কুকুরের অগ্ন্যাশয় থেকে ইনসুলিন পৃথক করে ডায়াবেটিস রোগের দিগন্ত উন্মোচন করেনÑ
র. ঈযধৎষবং ঐবৎনবৎঃ ইবংঃ
রর. ঔড়যহ গধপষবড়ফ
ররর. জড়নবৎঃ ঐড়ড়শব
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র, রর ও ররর ঘ) র ও ররর
উত্তর : ১১.ক, ১২.গ, ১৩.ঘ, ১৪.খ, ১৫.ক।