Naya Diganta

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫ পুরাতন বিমান বন্দর সড়ক, ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির স্বাধীন পরিচালক এ কে এম নূরুল ফজল বুলবুল সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ ইউনুছ, পরিচালক মোহাম্মদ জাভেদ নোমান, স্বাধীন পরিচালক কাজী আসলাম হোসেন, স্বাধীন পরিচালক অসীম কুমার রায় ও কোম্পানি সচিব রাশেদুল হোসাইনসহ অন্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ১০ শতাংশ (স্টক) ডিভিডেন্ড অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।