Naya Diganta

মিরসরাই প্রেস ক্লাবে মিলাদ মাহফিল ও শোকসভা

মিরসরাই প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিনের পিতা হাফেজ মোহাম্মদ রফি উজ্জামানের স্মরণে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় মিরসরাই প্রেস ক্লাবের আয়োজনে ক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিলে ক্লাবের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আবুল হাশেম, মিরসরাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক শারফুদ্দীন কাশ্মির প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মাজহারুল হক চৌধুরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ, কাটাছরা ইউনিয়নের কাজী আতাউর রহমান খান, ব্যবসায়ী নুরুল ইসলাম, জাফর উদ্দিন প্রমুখ। স্মরণসভা শেষে হাফেজ মোহাম্মদ রফি উজ্জামানের রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মিঠাছরা ইসলামিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ নিজামুল হক সাদেকী।