Naya Diganta

ছুটিতে বাড়ি এসে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা : ফায়ারম্যান আটক

আটককৃত এনামুল

মাগুরার মহম্মদপুরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এনামুল (২৫) নামে এক ফায়ারম্যানকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়। আটককৃত এনামুল উপজেলার দীঘা পূর্বপাড়া এলাকার হুমায়ুনের ছেলে এবং চট্টগ্রাম জেলার বোয়ালখালী ফায়ার ষ্টেশনে ফায়ারম্যান হিসেবে কর্মরত।

পরিবার সূত্রে জানা যায়, এনামুল ছুটিতে বাড়িতে এসে বৃহস্পতিবার সকালে ওই শিশুর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করে কান্না করতে থাকলে এনামুল পালিয়ে যায়। পরে ঘটনাটি ভুক্তভোগী শিশু তার বাবা-মাকে জানালে তারা তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাজী আবু আহসান তাকে মাগুরা সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, এই ঘটনায় মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।