Naya Diganta

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির মিছিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এতে নেতৃত্ব দেন।

আজ শুক্রবার দুপুর ১২টায় ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’ নামে সংগঠনের ব্যানারে মিছিলটি নয়া পল্টনে বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল চলাকালে বিক্ষোভ মিছিলে অংশ নেয়া বিপুল পরিমাণ নেতাকর্মী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি সম্বলিত বিভিন্ন স্লোগান দেন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিভিন্ন ধরনের সরকার বিরোধী স্লোগানও দেন।