২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০, ১০ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

অভিনেতা খালেকুজ্জামানের ইন্তেকাল

অভিনেতা এম খালেকুজ্জামান। - ছবি : ইউএনবি

অভিনেতা এম খালেকুজ্জামান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল ৯টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৩ বছর।

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব খালেকুজ্জামানের ছবিসহ একটি পোস্ট দিয়ে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

যেখানে তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সকলের প্রিয় সহকর্মী এম খালেকুজ্জামান আজ সকালে মারা গেছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন।’

এছাড়াও খবরটি ইউএনবিকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

তিনি জানান, বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন খালেকুজ্জামান।

মঙ্গলবার বিকেল ৫টায় অভিনেতা এম খালেকুজ্জামানের জানাজা অনুষ্ঠিত হবে রাজধানীর কুর্মিটোলার একটি মসজিদে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement