২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

স্ত্রীর মামলায় অভিনেতা আসিফের বিরুদ্ধে অভিযোগ গঠন

-

স্ত্রীর মামলায় ‘ঘাসফুল’ ছবির নায়ক অভিনেতা আসিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬-এর বিচারক শহীদুল ইসলাম এই নির্দেশ দেন।
এদিকে আসিফের আইনজীবী মামলাটি বাতিলের আবেদন করেন। কিন্তু আদালত এই আবেদন বাতিল করে আসিফের জামিন বহাল রেখেছেন।
আগামী ৬ জুন সাক্ষীকে সঙ্গে নিয়ে বাদীকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী শামীমা আক্তারের আইনজীবী তাপস চন্দ্র দাস। এসময়ে আদালতে উপস্থিত আসিফ নিজেকে নির্দোষ দাবি করেন।

মডেল ও অভিনয়শিল্পী কাজী আসিফের অভিযোগ তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তাঁর স্ত্রী শামীমা আক্তার আরও দুবার বিয়ে করেছেন। আর তা আসিফের কাছে গোপন করেন।

গত ৩ মার্চ কাজী আসিফ রহমানের বিরুদ্ধে তাঁর স্ত্রী শামীমা আক্তার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৭ আগস্ট কানাডাপ্রবাসী শামীমা আক্তারের সঙ্গে কাজী আসিফের বিয়ে হয়। বিয়ের সময় সাত-আট লাখ টাকা মূল্যমানের আসবাবপত্র প্রদান এবং গাড়ি কেনার জন্য ১৮ লাখ টাকা দেওয়া হয় আসিফকে। গত ২ এপ্রিল আসিফ গাড়ি না কিনে টাকা দিয়ে কী করেছেন তা জানতে চাইলে শামীমা আক্তারের কাছে আরও ২০ লাখ টাকা যৌতুক দাবি করে মারধর করেন।


আরো সংবাদ



premium cement