শনিবার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ জুলাই ২০২৩, ১৭:০৭

রাজধানীর কয়েকটি এলাকায় শনিবার (২৯ জুলাই) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি লিমিটেড।
শুক্রবার (২৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য সরবরাহ বন্ধ থাকবে বলে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ২ ঘণ্টা বাটা সিগনাল থেকে গাউছিয়া ও কাঁটাবন হয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তার উভয় পাশে এবং গাউছিয়া থেকে সাইন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তার পূর্ব পাশে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা