২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বগুড়ায় জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেফতারে নিন্দা ও মুক্তি দাবি

বগুড়ায় জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেফতারে নিন্দা ও মুক্তি দাবি - ছবি : লোগো

বগুড়া শহর থেকে জামায়াতে ইসলামীর ৮ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে বলেন, শনিবার রাতে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ২১ নম্বর ওয়ার্ড সভাপতি জনাব আনছার আলীসহ ৮ জন নেতাকর্মীকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না। তাদের অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা-দুর্নীতি এবং সারাদেশে অসহনীয় লোডসেডিংয়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে বগুড়া শহর শাখা জামায়াতে ইসলামী শনিবার এক প্রতিবাদ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। শনিবার দিবাগত রাতে জনগণের অধিকার আদায়ের আন্দোলন দমন করতেই সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী বগুড়া জেলাসহ সারাদেশে গ্রেফতার অভিযান পরিচালনা করছে। সরকার ১৪/১৫ বছর যাবত জুলুম-নির্যাতন ও ভয়-ভীতি দেখিয়ে জনগণের অধিকারকে স্তব্ধ করে রেখেছে। মূলত সরকার তাদের সীমাহীন ব্যর্থতা ধামাচাপা দিতেই এই গ্রেফতার অভিযান পরিচালনা করছে।

তিনি বলেন, জামায়াত দেশবাসীর স্বার্থে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক উপায়ে ও শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। অতীতে জনগণের অধিকার আদায়ের আন্দোলন কেউ ঠেকিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ।

গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণকারী এবং বিদ্যুৎ-জ্বালানিসহ মানুষের মৌলিক সমস্যা সমাধানে ব্যর্থ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে জুলুম-নিপীড়ন বন্ধ করে জনাব আনছার আলীসহ সারা দেশে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।- বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement