দেওয়ানগঞ্জে পানিতে ডুবে শিশু নিখোঁজ
- খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)
- ০৯ জুলাই ২০২৪, ২২:১২
জামালপুরের দেওয়ানগঞ্জে বন্যার পানিতে ডুবে ইয়াছিন (৯) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
সে চুকাইবাড়ী ইউনিয়নের চর হলকা হাবড়া বাড়ি গ্রামের লাল মিয়ার ছেলে বলে জানা গেছে।
ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মো: আশরাফ আলী জানান, মঙ্গলবার দুপুরের দিকে আমার ওয়ার্ডের কৃষক লাল মিয়ার বাড়ির সামনে বন্যার পানিতে পড়ে তার ছেলে ইয়াছিন নিখোঁজ হয়। স্থানীয় লোকজন ও ডুবুরিরা সারা দিন ধরে পানিতে শিশুটির খোঁজ করে চলেছে। তাকে এখনো পাওয়া যায়নি।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো: মাজহারুল ইসলাম নয়া দিগন্তকে জানান, আজ একটি বাচ্চা পানিতে পড়ে মারা গেছে বলে শুনেছি। তবে আমাদের কাছে কেউ বিস্তারিত কিছু বলেননি। এ মুহূর্তে আমি পুরো ঠিকানা বলতে পারছি না।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস নয়া দিগন্তকে জানান, শুনেছি দেওয়ানগঞ্জের কোথাও একটি শিশু পানিতে পড়ে মারা গেছে। এ ব্যাপারে আমাদের কাছে কেউ কোনো তথ্য দেননি।
দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য মো: শফিকুল ইসলাম বাদল মেম্বার জানান, আমাদের চুকাইবাড়ি ইউনিয়নের চর হলকা হাবড়াবাড়ি গ্রামের কৃষক লাল মিয়ার ৯ বছর বয়সী ছেলে ইয়াছিন মিয়া মঙ্গলবার দুপুরে বন্যার পানিতে পড়ে নিখোঁজ হয়েছে। এখন পর্যন্ত তাকে খোঁজে পাওয়া যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা